সামসুল হক -এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202310301322329
- StatusOngoing
- Be first to donate!
- Deadline Over 255
মোঃ সামসুল হক পিত মৃত মোঃ আজহার আলী পাঁচিলা ,রশিদাবাদ ,উল্লাপাড়া, সিরাজগঞ্জ নিবাসি।আমি পেশায় একজন হকার। আমার স্ত্রী ও একটি প্রতিবন্ধী মেয়ে নিয়ে আমি মানবেতর জীবন অতিবাহিত করছি। আমি ফেরিকরে গামছা বিক্রি করে সংসার পরিচালনা করতাম। বর্তমানে বয়স ও শারিরীক অসুস্থতার কারনে আর গামছা বিক্রি করতে পারিনা। আমার স্ত্রীও শারীরিক ভাবে খুব অসুস্থ। আমি স্বাবলম্বি হতে চাই। ট্রাস্ট-এর নিকট আকুল আবেদন আমাকে স্বাবলম্বি হওয়ার জন্য কোনো সহযোগিতা করলে উপকৃত হব।