তানজিনা-এর স্বাবলম্বি আবেদন

- Issue ID202309281706559
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 535
আমি মোসাঃ তানজিনা আক্তার পিতা মিজানুর রহমান ,বাররা দেবিদ্বার ,কুমিল্লা,নিবাসি। আমি একজন অসহায় মেয়ে।আমার ছোট বেলায় আমার মা মারা যায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে বাড়িথেকে চলে যায়। আমাকে আমার দাদী লেখাপড়া করায়। দাদীও এক বৎসর আগে মারাযায়। আমি অনেক কষ্টে নার্সিং কোর্সে ভর্তি হই। বর্তমানে আমার কোর্স ও থাকাখাওয়া খরচ চালাতে বেশ কষ্ট হচ্ছে। ট্রাস্ট এ নিকট আকুল আবেদন আমাকে যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারব।