মাকসুদা খাতুন এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202308142004247
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 19
আমি মাকসুদা খাতুন পিতা মৃত সিরাজ আলি গাভাউতা(পাটলী),গুজিরকোনা ,দুর্গাপুর ,নেত্রকোনা নিবাসি। আমি বর্তমানে মানুষের বাসায় কাজ করে নির্বাহকরি। শারীরিক ভাবে অসুস্থ থাকার কারনে আমার বিয়ে হয়েনি। আমার বৃদ্ধ মা আর আমি একটি ভাংগা বাড়িতে থাকি। মানুষের সহোযোগিতাতে আমার চিকিৎসা চলে। আমি স্বাবলম্বি হতে চাই। ট্রাস্ট-এর নিকট আকুল আবেদন আমাকে যদি কোনো স্বাবলম্বি সহযোগিতা করা হয় তাহলে বৃদ্ধ মাকে নিয়ে একটু স্বচ্ছল ভাবে থাকতে পারব।