মাওলানা শাহলাম - এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202306052306055
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 123
আমি মাওলানা শাহলাম পিতা আব্দুল বারেক ছোটফাউসা ,ফাউসা বাজার ,আড়াইহাজার নারায়ণগঞ্জ নিবাসি। আমি একটি মক্তবে পড়াই। আমি খুবই অভাব গ্রস্থ। আমার একছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়ে আর একছেলে ছোট। বৃদ্ধ মা এবং পরিবার নিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছি। সামান্য আয়ে সংসার চালান সম্ভব হচ্ছেনা। ট্রাস্ট -এর নিকট আকুল আবেদন আমাকে স্বাবলম্বি হওয়ার জন্য কিছু অনুদান প্রদান করলে কৃতজ্ঞ থাকব।