আনোয়ারা বেগম এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202305011633594
- StatusOngoing
- Total Donors1
- Days left to fund raising20
আমি মোসাঃ আনোয়ারা বেগম পিতা মোঃ আইনুল হক ঘনিমহেশপুর (মুক্তিয়ারপাড়া) , রুহিয়া ঠাকুরগাঁও নিবাসি। আমার বাবা একজন দিনমজুর। আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি।বর্তমানে আমি বেকার। আমি স্বাবলম্বি হতেচাই এবং উপার্জন করে বাবা'র পাশে দাড়াতেচাই। আমি দর্জি প্রিশিক্ষন দিয়ে স্বাবলম্বি হতেচাই। ট্রাস্ট -এর নিকট আকুল আবেদন যদি আমাকে দর্জি প্রশিক্ষণের ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে আমি সেলাইয়ের কাজ করে স্বাবলম্বি হতে পারব।