লাকি আক্তার এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202305011629538
- StatusOngoing
- Total Donors1
- Days left to fund raising20
আমি মোসাঃ লাকি আক্তার পিতা মৃতঃ আব্দুল মোতালেব ঘনিমহেশপুর ,মুক্তিয়ারপাড়া , রুহিয়া ঠাকুরগাঁও নিবাসি। আমার মা মানুষের বাসায় কাজ করে অনেক কষ্টে আমাদের সংসার চালাচ্ছেন। আমি ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করছি।বর্তমানে আমি বেকার। আমি স্বাবলম্বি হতেচাই এবং উপার্জন করে মা'র পাশে দাড়াতেচাই। আমি দর্জি প্রিশিক্ষন দিয়ে স্বাবলম্বি হতেচাই। ট্রাস্ট -এর নিকট আকুল আবেদন যদি আমাকে দর্জি প্রশিক্ষণের ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে আমি সেলাইয়ের কাজ করে স্বাবলম্বি হতে পারব।