সীমা এনাম এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202305011624540
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 533
আমি মোসাঃ সীমা এনাম পিতাঃ রবিউল আলম কানিক্যাল গাঁও রুহিয়া ঠাকুরগাঁও নিবাসি। আমার বাবা একজন বাদাম বিক্রেতা।আমি দশম শ্রেণীতে পড়ালেখা করছি। আমি স্বাবলম্বি হতেচাই এবং উপার্জন করে পিতার পাশে দাড়াতেচাই। আমি দর্জি প্রিশিক্ষন দিয়ে স্বাবলম্বি হতেচাই। ট্রাস্ট -এর নিকট আকুল আবেদন যদি আমাকে দর্জি প্রশিক্ষণের ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে আমি সেলাইয়ের কাজ করে স্বাবলম্বি হতে পারব।