শরিফুল ইসলাম এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202212311911527
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 60
আমি মোঃ শরিফুল ইসলাম পিত মৃতঃ সাকিবুল ইসলাম বিদ্যাভিটা ,ভিতরগঞ্জ ,পঞ্চগড় সদর ,পঞ্চগড় নিবাসি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। আমার পিত মারাগেছেন প্রায় বৎসর হতে চলল। তাই আমাকে সম্পূর্ণ পরিবারের হাল ধরতে হয়েছে। আমি বর্তমানে একটি মসজিদে ঈমামতি কাজে নিয়েজিত আছি। আমার যা উপার্জন তা দিয়ে স্ত্রী সন্তান এবং বৃদ্ধা মা'কে নিয়ে চলা খুব কস্টকর হয়ে পড়েছে। আমি আমার পেশার পাশাপাশি মাদ্রাসার খেদমত করতে ইচ্ছুক যার জন্য আমার একটি প্রশিক্ষন প্রয়েজন। ট্রাস্টের নিকট আকুল আবেদন আমাকে মোয়াল্লেম প্রশিক্ষণের ব্যাবস্থা করেদিলে প্রশিক্ষণ শেষে শিক্ষকতা করে স্বাবলম্বি হতে পারব।