Help Nazrul Islam to buy a rickshaw van
- Issue ID201807161043022
- StatusOngoing
- Total Donors3
- Deadline Over 2143
মোঃ নজরুল ইসলাম একজন নির্মান শ্রমিক। জন্মস্থান- ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানায়, বর্তমানে বাস করছেন ঢাকা জেলার উত্তরা থানার চণ্ডালভোগ নামক জায়গায় বাস করেন।
চার ছেলে মেয়ে সহ তার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। তার স্ত্রী রেখা খাতুন গৃহকর্মি হিসেবে কাজ করেন। পরিবারের অন্য সদস্যদের অসুস্থতার কারনে তাদের স্বাভাবিক জীবন যাপন মারাত্মক ভাবে ব্যহত
হচ্ছে। তার চার ছেলে মেয়েকেই তিনি বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় পড়াচ্ছেন, যা তার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি তার আয়ের উৎস বাড়াতে একটি রিকশা ভ্যান কেনার জন্য সহযোগিতা
কামনা করছেন।