Help 4 months old Heart patient Asad to live
- Issue ID201806261133505
- StatusOngoing
- Total Donors4
- Deadline Over 2185
- PatientAsad Biswash
- GenderMale
- Age6 yr
আসাদ বিশ্বাস, ৪ মাস বয়স এবং তার বাবা একজন রিকশাচালক, নাম - এশারদ বিশ্বাস।
ঢাকা শিশু হাসপাতালে ৪ নং ওয়ার্ডে ৩৪ নং বিছানায় চিকিৎসাধীন ছিলেন। আসাদ খুবই জটিল জন্মগত হৃদরোগ ( Complete AV septal defect with Large VSD with Moderate ASD with severe pulmonary hypertension) এ আক্রান্ত। তার একমাত্র চিকিৎসা অপারেশন, যার জন্য প্রয়োজন কমপক্ষে ২ লক্ষ টাকা।
ডক্টর এর মতে যত দ্রুত সম্ভব অপারেশন সম্পন্ন হলে আসাদ এর বেঁচে থাকার সম্ভাবনা ৫০% আছে। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে, অপারেশন না করলে বাচ্চাটির খুব দ্রুত হার্টফেলিউর হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে । এশারদ বিশ্বাস এর পরিবারের সদস্য ৬জন এবং উপার্জনকারী একমাত্র তিনি নিজেই। এমন অবস্থায় আসাদের অপারেশন ও তাকে বাঁচিয়ে রাখা এবং তার পুরো পরিবারের ভরণপোষণ ভীষণ দুর্বিষহ হয়ে উঠেছে।
আমরা সব সম্ভাব্য জায়গায় হৃদরোগ সার্জনদের পরামর্শ করে দেখেছি। নিঃসন্দেহে অপারেশনটি অনেক জটিল এবং দরিদ্র রিকশাচালক বাবা সব ঝুকি জেনেও অপারেশন করাতে চান।
আমাদের সকলের নুন্যতম সহযোগিতায় বেঁচে যেতে পারে আসাদ এবং একটি পুরো পরিবার।