Save Hasnath from cancer
- Issue ID201805311221588
- StatusOngoing
- Total Donors2
- Deadline Over 1957
- PatientMd. Hasnath
- GenderMale
- Age7 yr
মোঃ হাসনাত, ১ বছরের একটি শিশু। এই মুহুর্তে ক্যন্সারে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতলে ১১নম্বর ওয়ার্ডে আছে। তার বাবা মোঃ নেয়ামুল ইসলাম নওগাঁ জেলার একজন সাধারন কৃষক। হাসনাত তার বাবা মায়ের একমাত্র সন্তান। মোঃ নেয়ামুল ইসলাম তার সন্তানের চিকিৎসার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। তার গচ্ছিত অর্থ ও জমি বন্ধক রেখে আনা অর্থ ও শেষ হয়ে গেছে ক্যন্সারের প্রাথমিক চিকিৎসা ব্যয়ভার বহন করতে। এই মূহুর্তে তিনি পুরোপুরি অপারগ এবং হাসনাত এর জীবন নির্ভর করছে তার পরবর্তি চিকিৎসা চালিয়ে যাওয়ার ওপর। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডঃ নাযিয়া বলেন - আনুমানিক ৬মাস -১৩ মাস পর্যন্ত লাগবে হাসনাত এর সুস্থ হতে এবং প্রায় ২৫০০০০ টাকা লাগবে তার চিকিৎসা ব্যয়। চিকিৎসার সময় ও অর্থ দুটোই বাড়তে ও কমতে পারে যা নির্ভর করবে হাসনাত এর স্বাস্থ্যের উপর। Al- Sadaqah Welfare Trust তার নিজস্ব তহবিল হতে ইতোমধ্যে সহযোগিতা প্রদান করছে।