ইদ্রিস আলি-এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202308142252021
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 477
মোঃ ইদ্রিস আলি পিতা মৃতঃ কোরবান আলি সাংবাঙ্গালা, মোড়দহ, উল্লাপাড়া,সিরাজগঞ্জ নিবাসি। আমি একজন অসহায় কৃষক স্ত্রী ও তিন সন্তান নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমার জন্মগত ভাবে পায়ে একটু সমস্যা আছে তাই আমার কাজ করতে বেশ সমস্যা হয়। আমি স্বাবলম্বী হতে চাই। আমার একটি পুরাতন দোকানঘর আছে কিন্তু কোন মালামাল নাই। ট্রাস্ট -এর নিকট আকুল আবেদন যদি আমাকে দোকানে কিছু মালামাল এর ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে আমি স্বাবলম্বি হতে পারব।