অপদকালিন সহায়তা আবেদন
- Issue ID202204100151539
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 59
আমি মোহাম্মদ নেক ইসলাম ,শিবগঞ্জ, ঠাকুরগাঁও নিবাসি একজন রাজমিস্ত্রি আমরা পরিবার নিয়ে দিন - রাত পরিশ্রম করে টেনেটুনে দিনপার করছিলাম, হঠাৎ আমাদের বাড়িতে গভীর রাতে আগুন লেগে যায়। এতে আমাদের সমস্ত আসবাবপত্র এবং গবাদিপশু সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠা আবাদের মত হতদরিদ্র পরিবারের জন্য খুবই কঠিন। ট্রাস্ট-এর নিকট আকুল আবেদন আমাদের এই বিপদের দিনে আপনারা আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সহযোগিতা করবেন।