সাজেদা বেগমের চিকিৎসা
- Issue ID202112062250329
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 458
আমি মোসাম্মাৎ সাজেদা বেগম (বয়স ৫৪ বৎসর) স্বামী মৃত আব্দুল মজিদ দেবিদ্বার ধলহাস কুমিল্লা নিবাসি। আমি আমার সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি। আমি বেশ কিছুদিন জরায়ুতে টিউমার সমস্যায় ভুগছি। ডাক্তার আমাকে খুব তাড়াতাড়ি অপারেশন করার পরামর্শ দিয়েছে যার জন্য আমার আনুমানিক ৭০ হাজার টাকার প্রয়েজন। ট্রাস্ট এর নিকট আমার সবিনয় নিবেদন যদি আমাকে আমার চিকিৎসার জন্য সহযোগিতা করা হয় তাহলে আমি অতিদ্রুত চিকিৎসা করে সুস্থ হতে পারব।